ভারতে এবার গরুর জন্য শ্মশান
ই-বার্তা ডেস্ক।। কিছুদিন আগেই গরুর আশ্রয়কেন্দ্র করার ঘোষনা দিয়েছিলো ভারত। এবার সেখানে গরুর জন্য তৈরি করা হচ্ছে শ্মশান। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল পৌরসভায় মৃত গরুর সৎকারের জন্য শ্মশান করা হচ্ছে। যেটি এবারই প্রথম।
গরুর জন্য শ্মশান তৈরির কথা জানিয়েছেন ভোপাল পৌরসভার মেয়র অলোক শর্মা। গতকাল শুক্রবার তিনি বলেছেন, কোনো গরুর অস্বাভাবিক বা অসময়ে মৃত্যু হলে ওই শ্মশানে দাহ করা হবে। এটিই হবে ভারতের গরু সৎকারের জন্য প্রথম শ্মশান।
কিছুদিন আগে গরু–ছাগলের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের নির্দেশ দেন ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। বিজেপির এই নেতা ক্ষমতায় এসে ওই রাজ্যে গোহত্যা, গোব্যবসা বন্ধ করেছেন। ভবঘুরে গরু-ছাগলদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণে প্রাথমিক পর্যায়ে ১০০ কোটি রুপি বরাদ্দ করেছেন। ভবঘুরে গরু-ছাগল যেন কৃষকের খেতের ফসল নষ্ট করতে না পারে, সে কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান