আওয়ামী লীগ সরকার দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করে যাবে: প্রধানমন্ত্রী
ই-বার্তা ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে, আওয়ামী লীগ সরকার দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করে যাবে। দলমত দেখা হবে না, সব নাগরিকই গুরুত্বপূর্ণ।
গতকাল শনিবার বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশ এ কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপন উপলক্ষে দুপুর আড়াইটার পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশ শুরু হোটোকা
প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় মহাসমাবেশে বলেন, একাদশ সংসদ নির্বাচনে জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করেছে। জনগণের এ রায় মুক্তিযুদ্ধের পক্ষে এবং স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে ও সন্ত্রাসের বিরুদ্ধে। তাদের স্থান বাংলার মাঠিতে হবে না বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি মহাসমাবেশে দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এ বিজয় ধরে রাখতে হবে। বিজয়ী হওয়া সহজ কিন্তু তা ধরে রাখা কঠিন। উন্নয়ন, সুশাসনের মাধ্যমে এ বিজয় ধরে রাখতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয়ের জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীকে ধন্যবাদ জানান সরকার প্রধান।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম