লালমনিরহাটে ভোটের দিন নিহত দিনমজুরের বাড়িতে যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা
ই-বার্তা ডেস্ক।। জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লালমনিরহাটে নিহত দিনমজুর তোজাম্মেল হকের বাড়িতে যাচ্ছেন।
আজ সোমবার দুপুরে ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। সেখান থেকে সড়কপথে লালমনিরহাট সদরে নিহতের বাড়িতে আসবেন বলে জানা গেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন- ঐক্যফ্রন্ট নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, ডা. জাফরুল্লাহ চৌধুরী ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। প্রথমে তারা লালমনিরহাট সদরের রাজপুর ইউনিয়নের খলাইঘাটে তোজাম্মেল হকের কবর জিয়ারত করবেন। এর পর নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাত করবেন। একই সঙ্গে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতাও করা হবে।এর পর ঐক্যফ্রন্টের নেতারা রংপুর হয়ে সৈয়দপুর থেকে উড়োজাহাজে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকাল ৮টার দিকে তোজাম্মেল হকসহ কয়েকজন ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। পথে রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন তার বাড়ির সামনে তাদের কেন্দ্রে যেতে বাধা দেন। এতে দুপক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে তোজাম্মেল হককে মারপিট ও পেটে ছুরি মারা হয়।পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
নিহতের ছেলে মো. মোস্তফা এ ঘটনায় ১ জানুয়ারি লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন ।
ঘটনায় নিযুক্ত আসামিরা হলেন ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মোজাম্মেল হোসেন মাস্টার, আঙুর মিয়া ও তার ভাই লেবু মিয়া, সিদ্দিক আলী, শাহীন, মহসিন আলী, জাহাঙ্গীর আলম ও মজি। পরে আদালতের নির্দেশে সদর থানায় ৯ জানুয়ারি মামলাটি নথিভুক্ত করা হয়। তবে পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম