ফের সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা
ই-বার্তা ।। রাজধানীর নীলক্ষেতে পরীক্ষার রুটিন , ফল প্রকাশ ও সেশন জট কমানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। এতে নিউমার্কেট ও এর আশেপাশের এলাকায় দেখা দিয়েছে যানজট।
রুটিনের পাশিাপাশি দ্বিতীয় বর্ষের স্নাতক পরীক্ষার ফল প্রকাশ ও সেশন জট কমানোর দাবিও তাদের। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের দ্বিতীয় বর্ষের পরীক্ষা হয়েছে প্রায় এক বছর আগে। অথচ এখনও তার ফল প্রকাশ হয়নি।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে কলেজ সাতটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তের ঘোষণা দেওয়া হয়।
এই সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
ছবি ঃ সানমুন আহমেদ ।