ধুলোমুক্ত রাখতে ৫১ কিলোমিটার সড়কে পানি ছিটানো হবে একুশে গ্রন্থমেলায়
ই-বার্তা ডেস্ক।। আসন্ন অমর একুশে গ্রন্থমেলা এলাকা ধুলোমুক্ত রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বুধবার ধুলো নিয়ন্ত্রণের জন্য শহরের সড়কে পানি ছিটানোর কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
এ সময় ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, আমাদের শহর পরিচ্ছন্ন ও ধুলোবালিমুক্ত রাখতে আগে থেকেই পানি ছিটানো কার্যক্রম অব্যাহত আছে।এরপরও মহামান্য আদালতের নির্দেশনা মেনে আমরা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের ৫১ কিলোমিটার প্রধান সড়কে প্রতিদিন সকাল-বিকাল পানি ছিটানো হবে।
তিনি আরও বলেন, ধুলোবালি দূষণমুক্ত করতে খাদ্যে ভেজাল রোধের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা করা হবে।
নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, শুষ্ক মৌসুমে বাসাবাড়ি নির্মাণসহ রাস্তাঘাটে উন্নয়নমূলক কাজ পরিচালিত হয়, সে কারণেও আরও বেশি ধুলোবালি সৃষ্টি হয়।
তাই যারা যেখানে কাজ করছেন; নিজ উদ্যোগে সেসব স্থানে সকাল-বিকাল পানি ছিটিয়ে ধুলোবালিমুক্ত রাখবেন।
নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা একটু সচেতন হলে আমরা একটি পরিচ্ছন্ন ধুলোবালিমুক্ত একটি শহর আপনাদের উপহার দিতে পারি।
যদি আমরা সবাই একটু সচেতন হয়ে নিজের আঙ্গিনা, বাড়ির সামনে ধুলোবালিমুক্ত রাখতে কাজ করি তাহলে সবাই একটি ধুলোবালিমুক্ত পরিবেশ পাব।
অনুষ্ঠানে ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন, অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপক খন্দকার মিল্লাতুল ইসলাম, সচিব শাহাবুদ্দিন খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন, জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় প্রমুখ।
ই-বার্তা/ শফিকুল ইসলাম