খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ ফেব্রুয়ারি
ই-বার্তা ডেস্ক।। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে চার্জ শুনানির জন্য ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর বিচারক এইচএম রুহুল ইমরান চার্জ শুনানির পরবর্তী এ দিন ধার্য করেন।
বৃহস্পতিবার মামলার চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামি ব্যারিস্টার মো. আমিনুল হকের পক্ষে মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছেন জানিয়ে শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন তার আইনজীবী।
অপরদিকে খালেদা জিয়া অন্য মামলায় কারাগারে থাকার কথা জানিয়ে তার পক্ষে আদালতে হাজিরা দেন আইনজীবী জিয়াউদ্দিন জিয়া। আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির পরবর্তী দিন ২৬ ফেব্রুয়ারি ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া এসব তথ্য জানিয়েছেন।
ই-বার্তা/ শফিকুল ইসলাম