রাঙামাটিতে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
ই-বার্তা ডেস্ক।। রাঙামাটিতে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সকালে রাজবাড়ি জিমনেশিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যাক্তির নাম আব্দুল মোনাফ (৩৫)। তিনি রাঙামাটি ফিসারির কর্মচারী। তার বাড়ি শহরের শিমুলতলী এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ারি থানার এসআই ক্য লাহ্ চিং।
তিনি জানান, বাড়ি যাওয়ার পথে একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল মোনাফ নাম এক যুবক নিহত হন। প্রাইভেটকারের চালক পালাতক রয়েছেন। নিহতের সুরতহালের পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম