ফটিকছড়িতে ব্যাবসায়ীর লাশ উদ্ধার
ই-বার্তা ডেস্ক।। রোববার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকা থেকে দুলাল হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুলাল হোসেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত গুরা মিয়ার ছেলে। তিনি ডেকোরেটার্স ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ফটিকছড়ি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান বলেন, পরিচয় শনাক্ত হয়েছে। স্বজনরা থানায় পৌঁছলে মামলা দায়ের হবে। পাশাপাশি ঘটনা তদন্তে একাধিক টিম মাঠে নেমেছে।
তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহের শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। হাত ও গলায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করছি, কেউ তাকে হত্যা করে ফেলে গেছে।’
ই-বার্তা/ মাহারুশ হাসান