বিএনপি আবার ঘুরে দাঁড়াবেঃ খন্দকার মোশারফ
ই-বার্তা ডেস্ক।। বেগম খালেদা জিয়া ও দেশব্যাপী বিএনপির কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতিবাদ সভায় নেতারা বলেন, আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না। নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।
সেজন্য বিএনপিকে নতুন করে গড়ে তোলারও তাগিদ দিয়ে নেতারা বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি অবশ্যই ঘুরে দাঁড়াবে।’ গত বছর ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর বন্দীদশার মধ্যেই হয়ে যায় একাদশ নির্বাচন, যেখানে ভরাডুবি হয় বিএনপির।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজ অনেকেই বলেন বিএনপির নেতাকর্মীরা হতাশ। আমি বলছি হতাশ না। তারা মনক্ষুন্ন। এদেশের জনগণ কিংকর্তব্যবিমূঢ়। তারা সিদ্ধান্ত নিয়েছিল ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবে। করতে পারে নাই। ভোট দিতে পারে নাই।’
তিনি আরো বলেন, ‘যেহেতু মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া কারাগারে, আজ বাংলাদেশে গণতন্ত্র নাই। এ গণতন্ত্রকে মুক্ত করতে হলে তার আগে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিতভাবে সাহস নিয়ে আবার ঘুরে দাঁড়াব।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেন, ‘তৃণমুল থেকে দল পুনর্গঠন কতে হবে। যারা খালেদা জিয়ার জন্য সংগ্রাম করেছে তাদের ওপরে জায়গা দিতে হবে। দল পুনর্গঠন করতে হবে।’
মওদুদ বলেন, ‘আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার মুক্তি অর্জন করা সম্ভবপর হবে না। আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। যদি আপনারা বেগম জিয়াকে মুক্ত করতে চান তাহলে আন্দোলনের জন্য প্রস্তুতি নেন।’
দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘আজকে এক বছর হলো রাজনীতির মামলায় খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। তাকে কি আইনি প্রক্রিয়ায় মুক্ত করা যাবে? আমরা নেত্রীকে রাজনীতিকভাবেই মুক্ত করে আনব।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আজম খান, আবদুল মান্নান, শামসুজ্জামান দুদু প্রমুখ।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু