১৪১ এ তামিমের যত রেকর্ড
ই-বার্তা ডেস্ক।। বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে ব্যাটিং তাণ্ডব দেখিয়েছেন তামিম ইকবাল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তার ৬১ বলে ১৪১ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করেই ১৯৯ রানের বড় সংগ্রহ পেয়েছে কুমিল্লা। ১৪১ রানের এই ইনিংস খেলার পথে তামিম হাঁকিয়েছেন ১০টি চার এবং ১১টি ছক্কা। ঢাকার বোলারদের তুলোধুনো করার দিনে তামিম গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড।
তামিম এদিন শতক পূর্ণ করেন ৫০তম বলে। মাত্র ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনিই এখন বিপিএলে বাংলাদেশি দ্রুততম সেঞ্চুরিয়ান। টি-২০ ক্রিকেটে তামিমের এটি তৃতীয় শতক। তৃতীয় শতকটি একইসাথে এই ফরম্যাটে যেকোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংসও। এর আগে ২০১৩ সালে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন তামিম।
তামিমের আগে বিপিএলের ফাইনালে কোনো বাংলাদেশি ক্রিকেটার শতক হাঁকাতে পারেননি। টি-২০ ক্রিকেটে তিনটি শতক হাঁকানো প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান তামিম। বিপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস এটি। সাব্বির রহমানের ১২২ রান টপিকে ১৪১ রানের রেকর্ড গড়েছেন তিনি।
টি-২০ ফরম্যাটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর দিক থেকেও পেছনে ফেলেছেন সাব্বিরকে। সাব্বিরের সর্বোচ্চ ছিল ৯ ছক্কা। বিপিএলের ফাইনালে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে পঞ্চম বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ক্রিস গেইল খেলেছিলেন ১৪৬ রানের ইনিংস।
শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমানের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করলেন জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু