যুক্তরাষ্ট্রের ‘লোক দেখানো মানবিকতা’ দরকার নেইঃ মাদুরো
ই-বার্তা ডেস্ক।। শুক্রবার ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণকে ‘লোক দেখানো মানবিকতা’ বলে উল্লেখ ট্রাম্প প্রসাশনের পাঠানো ত্রাণ প্রত্যাখ্যান করেছেন।
যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কুকুতায় আটকে আছে। সেখানে অবস্থানরত স্বেচ্ছাসেবকরাও আটকে আছে। মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র ত্রাণ পাঠানোর নামে ভেনেজুয়েলায় অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালাচ্ছে। আমরা কারো কাছ থেকে ভিক্ষা গ্রহণ করি না। আমরা মানবিক ত্রাণের এই প্রদর্শনী দেখাতে দেব না।
বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ময়দা, মরিচ, চাল এবং রান্নার তেল এবং ব্যক্তিগত টুথব্রাশ এবং সাবান, পাঠিয়েছে। এসব অনুদান ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর অনুরোধে মার্কিন সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে জনানো হয়েছে।
অন্যদিকে ভেনেজুয়েলার একটি হাসপাতালে গত সপ্তাহে ১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশু দূষিত খাবার ও পানির কারণে মারা গেছে। ওই হাসপাতালের এক কর্মচারী সংবাদ মাধ্যম আল-জাজিরাকে জানায়, সেখানে আরো অনেক শিশু নানা রোগে ভুগছে। কিন্তু প্রয়োজনীয় ঔষধ না থাকায় তাদের চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটছে।
উল্লেখ্য, গত এক মাস ধরে ভেনেজুয়েলায় তীব্র রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু