কৃষিবিদ ইনিস্টিটিউশনে ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ই-বার্তা ডেস্ক।। আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জনাব আতিকুল ইসলাম’কে বিজয়ী করার লক্ষ্যে ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর কর্তৃক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল ১০ ঘটিকায় খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউশনে ঢাকা মাহানগর ছাত্রলীগ উত্তর কর্তৃক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন এবং অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরে সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান হৃদয়।
অনুষ্ঠানে বক্তৃতাকালে সাইদুর রহমান হৃদয় জনাব আতিকুল ইসলাম’কে উদ্দেশ্য করে বলেন, “ছাত্রলীগের ইতিহাস সংগ্রাম ও গৌরবের ইতিহাস। ছাত্রলীগ কখনো কথার খেলাপ করে না। আমি ছাত্রলীগের প্রতিনিধি হয়ে কথা দিচ্ছি আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ নির্বাচনে রাজপথে ছাত্রলীগের সরোব উপস্থিতি থাকবে”।
অনুষ্ঠিত সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জনাব আতিকুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর কবির নানক। তারা দুজন’ই আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ নির্বাচন’কে সামনে রেখে দলের অন্যানা নেতাকর্মীদের নিকট দলের ভবিষ্যত পরিকল্পনা ও লক্ষ্যের কথা ব্যাখ্যা করেন।
সভায় অন্যান্য’দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল ইসলাম শোভন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সাবেক সাধারণ সম্পাদক তাজবিরুল হক অনু, ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের আরেক সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান সহ ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর এর অন্তর্গত সকল থানা-কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর এর সর্বস্তরের নেতৃবৃন্দ।
ই-বার্তা/ মাহারুশ হাসান