লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ই-বার্তা ডেস্ক ।। লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলার বাউরা মেসেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হয়েছেন-খোরশেদ আলম (৪০) ও আরিফ হোসেন (৩৮)।তাদের বাড়ি লালমনিরহাট পৌরসভার গোশলাবাজার এলাকায় বলে জানা গেছে।
এই বিষয়ে হাতিবান্ধা হাইওয়ে থানার এসআই সোলায়মান সাংবাদিকদের জানান, পাটগ্রাম থেকে লালমনিরহাট ফিরছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তারা নিহত হন।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম