বিশ্বকাপে ভারত’কে হারাবে পাকিস্তান!
ই-বার্তা ডেস্ক।। আগামী ১৬ জুন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ভারতকে হারিয়ে ইতিহাস গড়বে পাকিস্তান। এমনটিই বলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান। যদিও বিশ্বকাপের বড় মঞ্চে অতীতে ছয়বারের সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করে ম্যাচ জিতে নেয় ভারত।
আসন্ন বিশ্বকাপকে ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মঈন খান বলেন, সরফরাজ আহমেদের দলে বর্তমানে এমন কিছু প্রতিভা রয়েছে যা ভারতের বিপক্ষে তাদের জয় এনে দিতে সক্ষম। পাকিস্তানের এই দলটার দক্ষতা এবং অভিজ্ঞতা দুর্দান্ত।
পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার আরও বলেন, ইংল্যান্ডের মাটিতে গত কয়েক বছর ধরে যথেষ্ট ভালো ফলাফল করছে পাকিস্তান। পাশাপাশি বিশ্বকাপে খেলার আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগবে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দল।
ই-বার্তা/ মাহারুশ হাসান