আরও ১ হাজার ২৭৯টি পর্নো সাইট বন্ধের নির্দেশ
ই-বার্তা ডেস্ক ।। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) বাংলাদেশ থেকে দেখা যায় এমন আরও ১ হাজার ২৭৯টি পর্নো সাইট বন্ধের নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিটিআরসি দেশের সবগুলো আইআইজি-কে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশনা পাঠিয়েছে।
এরমধ্য বিটিআরসির নির্দেশনা পেয়ে আইআইজিগুলো এরই মধ্যে পর্নো সাইট বন্ধ করার কাজ শুরু করেছে বলে জানা গেছে।
এর আগে বিটিআরসি চার দফায় প্রায় তিন হাজার পর্নো সাইট বন্ধ করার নির্দেশ দেয়।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম