বায়তুল মোকাররম মসজিদে কবি আল মাহমুদের জানাজা
ই-বার্তা ডেস্ক ।। আজ শনিবার বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে কবি আল মাহমুদের নামাজে জানাজা হবে।
কবির বড় ছেলে শরীফ আহমেদ এ তথ্য নিশ্চিত কেরেছেন।
এর আগে শুক্রবার রাত ১১টার পর বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কবি আল মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘদিন থেকেই নানা রোগে ভুগছিলেন আল মাহমুদ। পরে গত ৯ ফেব্রুয়ারি ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় আল মাহমুদকে। অবস্থার অবনতি হলে পরদিন একই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিউরোলোজিস্ট প্রফেসর আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবির মৃত্যুতে সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ত্রিশোত্তর আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি আল মাহমুদ কবিতার পাশাপশি গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং শিশুসাহিত্য রচনা করেছেন।
নানান জীবন অভিজ্ঞতা সঙ্গী করে শেষদিন পর্যন্ত আল মাহমুদ লড়ে গেছেন তার নিজস্বতা নিয়ে।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া