পন্টিং’কে আইপিএলে নিষিদ্ধের দাবি করেছে ওয়ার্নার
ই-বার্তা ডেস্ক।। পন্টিং’কে আইপিএলে নিষিদ্ধের দাবি করেছে ওয়ার্নার। কারণ’টা অবশ্য দেশের জন্যই। সামনে বিশ্বকাপ আর আস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের কোচিং স্টাফে যুক্ত আছেন পন্টিং। মূলত বিশ্বকাপে পন্টিং’কে পুরোপুরি মনোনিবেশ করাতেই এমন দাবি করেছে ওয়ার্নার।
ওয়ার্ন বলেন, বিরাট কোহলি একটি দলের অধিনায়ক। রোহিত শর্মা আরেক দলের। তাদের দলে অনেক বিদেশি খেলোয়াড় খেলবে, যারা নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপ খেলতে দায়বদ্ধ। তাই এটা আমাকে ভাবায় না। যেটা ভাবায়, কোচিংয়ের বিষয়টি।
মূলে জোরালো যুক্তি দাঁড় করিয়েছেন অজি কিংবদন্তি লেগ স্পিনার। আইপিএলে কাজ করতে পারবেন না ভারত জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী। বিসিসিআই থেকে এমন কড়া নির্দেশ আছে। তাহলে পন্টিং কেন আইপিএলে যুক্ত থাকবেন? ওয়ার্নের প্রশ্ন এখানেই।
তিনি বলেন, যতটুকু জানি; শাস্ত্রীকে আইপিএলে অংশ নিতে নিষেধ করেছে বিসিসিআই। তাহলে পন্টিংয়ের ওপর নিষেধাজ্ঞা থাকবে না কেন? শেষ পর্যন্ত ওয়ার্নের প্রশ্নের কী উত্তর মেলে তাই দেখার। আপাতত তার মন্তব্য নিয়ে চলছে তুমুল হইচই।
ই-বার্তা/ মাহারুশ হাসান