কুষ্টিয়ায় যুবকের লাশ উদ্ধার
ই-বার্তা ডেস্ক।। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় শিমুল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কুচিয়ামোড়া গ্রামে নিজ বাড়ির পাশে বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিমুল ওই গ্রামের মোজাফফর আলীর ছেলে।
ভেড়ামারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামিম জানান, সকালে বাড়ির পাশের একটি বাগানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
উল্লেখ্য, শিমুল মাদকসেবন করতেন বলে জানা গেছে। এ ঘটনায় ভেড়ামারায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ই-বার্তা/ মাহারুশ হাসান