বালিয়াডাঙ্গী’তে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ই-বার্তা ডেস্ক।। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী রাণীশংকৈল সড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তজিবর (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
নিহত তজিবর রহমান (৪০) উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত আপেল রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার হামিদুল ইসলামের ছেলে।
বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, সন্ধ্যায় শিমুলতলী বাজার এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তজিবর মারা যান। আপেলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান