সিরিয়ায় আইএসের হাতে জিম্মি অন্তত এক হাজার বেসাময়িক
ই-বার্তা ডেস্ক।। রোববার (১৭ ফেব্রুয়ারি) সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) মুখপাত্র মুস্তফা বালি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে আইএসের নিয়ন্ত্রনে থাকা ক্ষুদ্র একটি গ্রামে আইএস’র সদস্যরা প্রায় এক হাজার বেসামরিককে আটকে রেখে সেখানে অভিযান পরিচালনায় ব্যাঘাত ঘটাচ্ছে।
তবে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শেষ ঘাঁটিতে অভিযান অব্যাহত রেখেছেন যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান সেনারা।
তিনি আরও বলেন, জঙ্গিরা এসব বেসামরিক নাগরিকদের মধ্যেই গা ঢাকা দিয়ে রয়েছে। তারা সেখানে গুহা এবং সুরঙ্গের মাধ্যমে তাদের কার্যক্রম চালাচ্ছে।
একসময় সিরিয়ার বিশাল একটি অংশে রাজত্ব কায়েম করা আইএস এখন দেশটির পূর্বাঞ্চলে বাগোজ গ্রাম, যেটির বিস্তৃতি এক বর্গকিলোমিটারেরও কম সেখানে লুকিয়ে আছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান