অতি লোভ করছে, আমরা লোভের জিহ্বা কেটে দিতে চাইঃ দুদক চেয়ারম্যান

ই-বার্তা ডেস্ক।।   দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ মন্তব্য করেছেন যে, যারা দুর্নীতি করছে, অতি লোভ করছে, আমরা লোভের জিহ্বা কেটে দিতে চাই ।

আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ে ‘দুর্নীতি দমন কমিশনের কৌশলপত্র-২০১৯’ এর উপর মতামত ও পরামর্শ গ্রহণের জন্য দেশের সরকারি বেসরকারি ৩০টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, যারা দুর্নীতি করছে, অতি লোভ করছে আমরা লোভের জিহ্বা কেটে দিতে চাই। সেটা আমরা কাটা শুরু করেছি। দুর্নীতি করলে শাস্তি পেতেই হবে। দুদকের মামলায় ৬৩ শতাংশ শাস্তি এমনিতে হয়নি। এটি আমাদের সকলের ঐকান্তিক চেষ্টার ফসল। আমি আগেও বলেছি আজও বলছি কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে দুর্নীতি দমন সম্ভব নয়। দুর্নীতি দমনের জন্য সমন্বিত উদ্যোগের প্রয়োজন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমনে রাজনৈতিক অঙ্গীকার দরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোও তাই তাদের নির্বাচনী ইশতেহারে দুর্নীতি দমনকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে।

 

মতবিনিময় সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী তামান্না রিফাত আরা বৃষ্টি বলেন, দদুদকের তিন নির্বাহীর কাছে প্রশ্ন রাখেন- দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে এমন কোনো পদ্ধতি নেই যাতে বলা থাকবে দুর্নীতি করতে পারব না। প্রশাসনে দুর্নীতির কোন ফাঁকফোঁকর থাকবে না। দুদক চাইলে এ সংক্রান্ত একটা স্ট্রাকচার (অবকাঠামো) দাঁড় করাতে পারে।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক সচিব মোহাম্মদ দিলোয়ার বখত, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী, মহাপরিচালক (লিগ্যাল) মো. মঈদুল ইসলাম, মহাপরিচালক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম