দুর্বল জিরোনার কাছে হারলো রিয়াল
ই-বার্তা ডেস্ক।। স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে জিরোনার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হেরে শিরোপার দৌড়ে অনেকটা ছিটকে গেল সান্তিয়াগো সোলারির শিষ্যরা। এ হারের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল।
১৭তম স্থানে থাকা জিরোনার কাছে হেরে লিগে আবার তৃতীয়স্থানে চলে গেছে রিয়াল। ঘরের মাঠে শুরুতে বেশ আক্রমণাত্মক খেলা উপহার দিতে থাকে রিয়াল। কিন্তু একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ২৫ মিনিট পর্যন্ত। ক্রুসের বাড়ানো বলে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। এরপরও আক্রমণের গতি কমেনি রিয়ালের। কিন্তু একের পর এক সুযোগ সৃষ্টি করেও গোলের মুখ আর খুলতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেও রিয়ালের দাপট অব্যাহত ছিল। কিন্তু ধীরে ধীরে ম্যাচে ফিরেছে জিরোনা। ৬৩ মিনিটে রামোস হাত দিয়ে বল আটকালে পেনাল্টি পায় জিরোনা। সেখান থেকে দলকে সমতায় ফিরিয়েছেন জিরোনার স্ট্রাইকার স্টুয়ানি।
এদিকে ম্যাচের ৭৫ মিনিটে কাসেমিরোর কাছ থেকে মাঝমাঠে বল কেড়ে নিয়ে ডগলাস লুইজ। তার থেকে বল পেয়ে লোজানো যে শট নিয়েছিলেন সেটা ফিরিয়ে দিয়েছিলেন কোর্তোয়া। কিন্তু ফিরতি বল অনায়াসে জালে পাঠিয়েছেন পর্তু। পরে চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ।
এদিকে ম্যাচের শেষ সময়ে ৯০ মিনিটে বাইসাইকেল কিক মারতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রামোস। দলের হারের সঙ্গে অধিনায়কের আরেকটি লাল কার্ডও দেখতে হলো রিয়ালকে।
লিগে ২৪ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। বার্সেলোনার সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু