সাকিব,মুস্তাফিজের কারণেই দেশের মানুষ আইপিএল দেখেঃ পাপন
ই-বার্তা ডেস্ক।। সাকিব,মুস্তাফিজের কারণেই দেশের মানুষ আইপিএল দেখে বলে মন্তব্য করেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
কিছুদিন পরেই শুরু হবে আইপিএল। সেখানে বাংলাদেশী তারকাদের আইপিএলে খেলা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, বিশ্বকাপের কারণে আমরা মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে অনুমতি দেইনি। সাকিবকে নিয়ে কথা হচ্ছে। সে আইপিএল খেলতে খুবই আগ্রহী। যদি সে না খেলে তাহলে আমার সন্দেহ বাংলাদেশের মানুষ আইপিএল দেখবে কিনা। কারণ সবাই এখানে আইপিএল দেখে সাকিব আর মোস্তাফিজের কারণে।
বিসিবি সভাপতি আরও বলেন, এ রকম টুর্নামেন্ট খেললে ইনজুরিতে পড়ার অনেক সম্ভাবনা থাকে। সবচেয়ে খারাপ ব্যাপার হবে যদি আমাদের কোনো ক্রিকেটার এ ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে চোট পেয়ে জাতীয় দলের খেলা মিস করে। আমার মনে হয় সে সতর্ক থাকবে।
ই-বার্তা/ মাহারুশ হাসান