অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশে পাঁচ ভারতীয়
দুর্দান্ত পারফর্ম্যান্স করায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিল পাঁচ ভারতীয় ক্রিকেটার৷ রবিবার যুব বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি৷ সেই তালিকাতেই রয়েছে চ্যাম্পিয়ন ভারত থেকে ভবিষ্যতের পাঁচ তারকা৷
সেরা একাদশের ব্যাটসম্যানদের তালিকায় রয়েছে ভারত থেকে তিন ব্যাটসম্যান৷ অধিনায়ক পৃথ্বী শ, মনজ্যোত কারলার পাশাপাশি ব্যাটসম্যানদের মধ্যে জায়গা করে নিয়েছেন শুভমন গিল৷
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ভারতের শুভমন৷ টুর্নামেন্টের সেরাও নির্বাচিত হয়েছে এই উঠতি ক্রিকেটার৷ বিশ্বকাপের পাঁচ উনিংসে ডানহাতি ব্যাটারের সংগ্রহ ৩৭২ রান৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে শতরান হাঁকানো মনজ্যেত করলার পাঁচ ইনিংসে সংগ্রহ ২৫২ রান৷ অধিনায়ক পৃথ্বীর ব্যাট থেকে টুর্নামেন্টে এসেছে ২৬১ রান৷ তিন ব্যাটসম্যান ছাড়া ‘মেন ইন ব্লু’-র দুই বোলার স্থান পেয়েছে সেরা একাদশে৷ টুর্নামেন্টে ১৪ উইকেট পাওয়া স্পিনার অনুকূল রয় ও ৯ উইকেট তুলে নেওয়া কমলেশ নাগারকোটি রয়েছে এই তালিকায়।
অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের সেরা একাদশ–
পৃথ্বী শ-( ভারত )-২৬১ রান
মনজ্যোত করলা- ( ভারত )- ২৫২ রান
শুভমন গিল- ( ভারত )- ৩৭২ রান
ফিন অ্যালেন ( নিউজিল্যান্ড) ৩৩৮ রান
রাইনার্ড ভ্যান টনডার- ( দক্ষিণ আফ্রিকা )- ৩৪৮ রান
ওনডিলে মাকওয়েতু- (দক্ষিণ আফ্রিকা)- ১৮৪ রান ও ১১টি ক্যাচ
অনুকূল রয়- (ভারত)- ১৪ উইকেট
কমলেশ নাগারকোটি (ভারত )-৯ উইকেট
জেলান্ড কোয়েটজি-(দক্ষিণ আফ্রিকা)- ৮ উইকেট
কোয়াইস আহমাদ –(আফগানিস্তান)-১৪ উইকেট
শাহিন আফ্রিদি-( পাকিস্তান) – ১২ উইকেট
দ্বাদশ ক্রিকেটার- অ্যালিক অ্যাথানজি (উইন্ডিজ)- ৪১৮ রান৷