স্বামীর মৃ্ত্যুর বদলা, সেনাতে যোগ দিতে চান শহিদের স্ত্রী
ই-বার্তা ডেস্ক ।। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হানায় শহিদ হয়েছেন স্বামী। স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে এবার সেনাতে যোগ হতে চান স্ত্রী।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর বাসিন্দা এইচ গুরু পুলওয়ামায় হামলায় শহিদ হন। তাঁর কফিনবন্দি দেহ বাড়ি ফিরতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা।
মাত্র ৬ মাস আগেই বিয়ে হয় গুরুর। তাঁর স্ত্রী কলাবতী কাঁদতে কাঁদতেই জানান, তিনি তাঁর স্বামীর জন্য গর্বিত। দেশের সেবা করতে গিয়ে প্রাণ দিয়েছেন তাঁর স্বামী। ১০ বছরের জন্য সেনাতে থাকতে চেয়েছিলেন গুরু। কিন্তু তাঁর সেই স্বপ্ন পূরণ হতে পারেনি। তাই এবার কলাবতী নিজেই সেনাতে যোগ দিতে চান। স্বামীর স্বপ্ন সফল করার সঙ্গে মৃ্ত্যুর প্রতিশোধও নিতে চান তিনি।
সাত বছর আগে সিআরপিএফ-এ যোগ দিয়েছিলেন গুরু। কয়েকদিন আগেই বাড়ি এসেছিলেন তিনি। ফেব্রুয়ারির ১০ তারিখ ফের তিনি কাজে যোগ দেন। বর্তমানে এম.এ করছেন তাঁর স্ত্রী ২০ বছর বয়সি কলাবতী।
ইতিমধ্যে কলাবতী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন, দোষীদের উপযুক্ত শাস্তি হয়।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া