আজকে চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন
ই- বার্তা ডেস্ক।। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী মন্তব্য করেছেন যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে এ দেশটাকে গড়তে। আজকে দেখেন চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন । আজকে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা শহীদ মিনার কড়ইতলা মঞ্চে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় গোলাম দস্তগীর গাজী বলেন, পৃথিবীর মধ্যে এমন কোনো রাষ্ট্র নেই যে ভাষার জন্য রক্ত দিতে হয়েছে। একমাত্র বাংলাদেশ ভাষার জন্য রক্ত দিয়েছে বলেই আমরা বাংলা ভাষা পেয়েছি।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আব্দুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আলামিন দুলালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম