চকবাজার ট্রাজেডিতে শোকাহত যুক্তরাষ্ট্র প্রবাসীরা

ই-বার্তা ডেস্ক।।  গত বুধবার রাত ১০ টার দিকে পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টি শাহী মসজিদের পাশের ভবনে ভায়বাহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সারাদেশে চলছে শোকের মাতম।  এই ভয়াবহ পরিণতির জন্য শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।  

যুক্তরাষ্ট্র প্রবাসীরা বলেন, ঢাকার চকবাজারে একুশে ফেব্রুয়ারিতে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত সকল ব্যাক্তির জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি।  যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যূষিত নিউইয়র্ক হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আলোক প্রজ্জলনের মাধ্যমে নিহতের পরিবারের প্রতি সমবেনা জানায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।  তারা স্বজন হারানো পরিবারের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেন।  এসময় তারা এই ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।    

উল্লেখ্য, গত বুধবার চকবাজারের প্লাস্টিক দ্রব্য বোঝাই পিকআপ ভ্যানের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে চকবাজার শাহী মসজিদের পাশের ভবন ওয়াহেদ ম্যানশনে আগুন লেগে যায়।  ওই ভবনে কেমিক্যাল দ্রব্যাদি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে।  ফায়ার সার্ভিসের ৩৭ টি ইউনিটের চেষ্টায় রাত ৪ টা নাগাদ আগুন নিয়ন্ত্রনে আসে।  এই ভয়াবাহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জন মৃত্যবরণ করেছে।  

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু