আইএসের বিরুদ্ধে লড়তে গিয়ে বিপাকে সুইস সেনা
ই-বার্তা ডেস্ক ।। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হয়ে লড়তে নয় বরং দলটির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ায় যাওয়া এক সাবেক সুইস সেনা দেশে ফিরে বিচারের মুখে পড়েছেন।
বিবিসির বরাতে জানা যায়, বিদেশি সেনাবাহিনীতে যোগ দিয়ে সুইজারল্যান্ডের নিরপেক্ষতা এবং নিরাপত্তা ক্ষুন্ন করার অভিযোগ আনা হয়েছে জোহান কোসার নামক ওই সেনার বিরুদ্ধে।
গণমাধ্যমের তথ্যানুযায়ী, কোসার যা করেছেন তা লুকানোর কোনো চেষ্টা করেননি তিনি। পাশাপাশি আইএসবিরোধী লড়াইয়ে যোগ দেওয়ার জন্য তিনি এখনো গর্বিত। কিন্তু সুইজারল্যান্ডের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, বিদেশি বাহিনীর সঙ্গে যোগ দিয়ে লড়াই করার নিয়ম নেই। তা সে যে বাহিনীই হোক না কেন সেটি কোনো ব্যাপার নয়। এদিকে, কোসার জন্মসূত্রে সুইজারল্যান্ডের নাগরিক হলেও তার পূর্বপুরুষদের শেকড় আদতে সিরিয়ায়। কোসারের পরিবার ‘সিরিয়াক ক্রিশ্চিয়ান’ সম্প্রদায়ের সদস্য।
৩৭ বছর বয়সী কোসার বলেছেন, তিনি আসলে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতে সিরিয়ায় গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে আইএসকে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর চড়াও হতে দেখার পর তিনি তাদের সুরক্ষায় হাতে অস্ত্র তুলে নেন। কিন্তু লড়াই শেষে সুইজারল্যান্ডে ফিরেই গ্রেপ্তার হন কোসার। সুইজারল্যান্ডের মিলিটারি পেনাল কোড অনুযায়ী, সরকারের অনুমতি ছাড়া বিদেশি কোনো বাহিনীতে যোগ দেওয়া নিষিদ্ধ। আর সেই নিষিদ্ধ কাজটি করার কারণেই এখন সামরিক আদালতে তাকে বিচারের মুখোমুখি হতে হয়েছে।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া