বিশ্বকাপে হচ্ছেনা ভারত পাকিস্তান লড়াই!

ই-বার্তা-ডেস্ক।।  হামলা্য মদদের অভিযোগ তুলে ভারতীয় সরকারের পক্ষ থেকে নাকি ভারতের ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) পরিষ্কার করে জানিয়ে দেয়া হয়েছে, ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে না খেলার প্রস্তুতি যেন নিয়ে রাখে দল।

সময় তালিকা অনুযায়ী, ১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে টুর্নামেন্টের প্রথমপর্বেই দেখা হয়ে যাবে ভারত-পাকিস্তানের। ওই ম্যাচটি তো বটেই, পরে নকআউটেও যদি দুই দল মুখোমুখি হয়ে যায়, তবে সেটাও বর্জন করতে পারে ভারত।

আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ আইসিসির সভা রয়েছে। সেই সভায় পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপ না খেলার পক্ষে জোড়ালো যুক্তি উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছে ভারত। যদি সেটা বাস্তবায়ন হয়ে যায়, তবে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়বে বিশ্বকাপ এবং সংশ্লিষ্ট স্পন্সররা।

ই-বার্তা/ মাহারুশ হাসান