সুচিকিৎসা নিশ্চিতে আহতদের পাশে রয়েছে সরকার: স্পিকার
ই- বার্তা ডেস্ক।। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী জানিয়েছেন যে, চকবাজারের দুর্ঘটনায় সুচিকিৎসা নিশ্চিতে আহতদের পাশে রয়েছে সরকার। সেই সাথে পুরান ঢাকার কারখানাগুলো দ্রুত সরিয়ে নেয়া হবে।
গতকাল সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আহত রোগীদের দেখতে গিয়ে স্পিকার শিরিন শারমিন চৌধুরী একথা বলেন। সরকার আহতদের পাশে আছে, সুচিকিৎসা করার সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে এ সময় জানান তিনি।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক শামন্ত লাল সেন জানিয়েছেন যে, বার্ন ইউনিটসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা আহতদের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ১১ জনকে ৫০ হাজার টাকা করে দেয়া হবে।
তিনি আরও জানান, বার্ন ইউনিটে ভর্তি থাকা ৯ নয়জনের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি। বাকি তিনজনের অবস্থা ভালো, শিগগিরই তাদেরকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম