নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ম্যাচে ঝলক দেখালেন সালমান বাট
বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে মোহামেডান। তবে শুরুটা তাদের ভালো হয়নি। শুরুতেই ফিরে যান রনি তালুকদার। এর পর শামসুর রহমান শুভকে নিয়ে ৯৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন বাট। শেষ পর্যন্ত ৬২ রান তুলে আউট হন তিনি। অলক কাপালির বলে শাখাওয়াত হোসেনের তালুবন্দি হয়ে ফেরার আগে তার ইনিংস সাজান ৭ চারে।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে প্রথমে ১০ বছর নিষিদ্ধ হন বাট। পরে তা কমে দাঁড়ায় ৫ বছর। কলঙ্কের কালি নিয়ে কারাভোগও করতে হয় তাকে। ইংল্যান্ডে জেল খাটা শেষে ২০১২ সালের ২১ জুন মুক্তি পান তিনি।
নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৫ সালের সেপ্টেম্বরে ক্রিকেটে ফেরেন বাট। এর পর থেকেই জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। সে লক্ষ্যেই নিজেকে ঝালিয়ে নিতেই ডিপিএলে খেলতে এসেছেন স্টাইলিশ ব্যাটসম্যান।
ই- বার্তা/ এ এস