আফ্রিদি’কে ছেড়িয়ে গেলেন রাশিদ খান
ই-বার্তা ডেস্ক।। একের পর এক বিস্ময়ের জন্ম দিচ্ছেন আগগান লেগস্পিনার রাশিদ খান। এবার কিংবদন্তী ক্রিকেটার আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন তিনি।
১৬তম ওভারে বোলিংয়ে ফিরে শেষ বলে ও’ব্রায়েনকে কটবিহাইন্ড করে শিকার ধরেন রশিদ। পরের ওভারের প্রথম দুই বলে তুলে নেন জর্জ ডকরেল ও শেন গেটকেটকে। পূরণ হয়ে যায় হ্যাটট্রিক। পরের বলে ফেরান সিমি সিংকে। এ নিয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা ৪ বলে উইকেট নেয়ার নজির স্থাপন করলেন আফগান লেগস্পিনার। ক্রিকেটের রেকর্ড বইয়ে এটি লেখা থাকবে ‘ডাবল হ্যাটট্রিক’ হিসেবে।
এ ম্যাচে আরেকটি রেকর্ড গড়েছেন রশিদ। রোববারের ম্যাচের ৫ উইকেটসহ আয়ারল্যান্ডের বিপক্ষে এখন মাত্র ১০ ম্যাচে ২৮টি উইকেট তার, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট কোনো দেশের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।
এতদিন রেকর্ডটি দখলে ছিল পাকিস্তানের লেগস্পিনার শহীদ আফ্রিদির। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ ম্যাচে ২১ উইকেট রয়েছে তার। আগের ম্যাচেই সেই রেকর্ড ভেঙে নতুন করে গড়েন রশিদ। এবার আফ্রিদিকে ছাড়িয়ে যোজন এগিয়ে গেলেন স্পিন জাদুকর।
ই-বার্তা/ মাহারুশ হাসান