স্ত্রী’র হাত ধরা হলো না ট্রাম্পের!

ই-বার্তা ।।  আবারও স্ত্রী’র হাত ধরতে গিয়ে ধোঁকা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে বের হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মেলানিয়ার পরনে একটি লম্বা হলুদ রঙের ওভারকোট। পথচলার এক ফাঁকে স্ত্রীর হাত ধরতে যান ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ব্যর্থ হন।

কেননা, মেলানিয়ার ওভারকোটটি কাঁধের উপর ঝোলানো থাকলেও হাত কোর্টের হাতার ভেতরে ছিলো না। দৃশ্যটি যেনো আমাদেরকে গত বছরের মে মাসে ফিরিয়ে নিয়ে যায়।তখনও এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিলো ট্রাম্পকে।

ওহিওর উদ্দেশ্যে দুইজন রওনা দেওয়ার সময় বিমানে ওঠার আগে এমন দৃশ্যের অবতারণা হয়। এদিকে মার্কিন গণমাধ্যম এনবিসির শেয়ার করা এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লোকের হাসির যোগান দিচ্ছে। টুইটারে এক নারী মজা করে বলেছেন, ‘আমি বুঝতে পেরেছি, ট্রাম্প যাতে হাত ধরতে না পারে, এই জন্যেই মেলানিয়া কাঁধে কোর্ট পরেছে।

‘ আরেকজন বলেছেন,‘মেলানিয়ার যেই পাশে ট্রাম্প থাকেন সেই হাতেই কিছু ধরে রাখতে পছন্দ করেন মেলানিয়া, যেনো তাঁর হাত না ধরা যায়।

 

ই-বার্তা / এসএস