‘আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই বিপজ্জনক’
ই-বার্তা ডেস্ক।। বাংলাদেশ নিয়ে বেশ সতর্ক উইলিয়ামসন। প্রথম টেস্ট শুরুর আগে নিজের দলকে সতর্ক করে উইলিয়ামসন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই বিপজ্জনক।’
কিউই অধিনায়ক সাম্প্রতিক কিছু টেস্টের উদাহরণ টেনে বলেন, ‘সাম্প্রতিক সময়ে বেশকিছু বড় দল হতাশার মুখে পড়েছে। তারা সবাই প্রতিভাবান। আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকায় জয় পেয়েছে শ্রীলঙ্কা, যা অসাধারণ অর্জন। দক্ষিণ আফ্রিকার মতো দলকে যেকোনো জায়গায়ই হারানো কঠিন। এতেই বোঝা যায়, যে কেউ যে কাউকে হারাতে পারে।’
কিউই দলপতি আরও বলেন, ‘র্যাংকিংয়ের দুইয়ে থাকার কোনো মানে থাকবে না, যদি বাংলাদেশের বিপক্ষে দল খারাপ খেলে।’
ই-বার্তা/ মাহারুশ হাসান