যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান
ই-বার্তা ডেস্ক।। আবারও নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। ভরতের দাবি, এই নিয়ে ধারাবাহিকভাবে ৭ দিন ভারত সীমান্তবর্তী ছাউনিকে লক্ষ্য করে পাকিস্তান আক্রমণ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
এনডিটিভির খবরে বলা হয়, ভারতশাষিত জম্মু-কাশ্মীরের মেনধার, রাজৌরি ও নওশেরা সেক্টরে পাকিস্তানি সৈন্যরা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।বৃহস্পতিবার প্রায় ভোর ৬টার দিকে পাকিস্তানি সেনাবাহিনী কোনো উস্কানি ছাড়াই নিয়ন্ত্রণ রেখা বরাবর কৃষ্ণা ঘাঁটি সেক্টরে হামলা চালায় এবং ছোট অস্ত্রের মাধ্যমে গুলিবর্ষণও করে।
গত বছর পাকিস্তান-ভারত সীমান্ত বরাবর পাকিস্তানি সেনাদের সর্বোচ্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রায় ৩০০০ গুণ বেশি এই বিরতি লঙ্ঘন করেছে। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর বৈঠকের সময় চুক্তির প্রতি সংযম ও সম্মতি নিয়ে বারবার কথা হলেও তা মানা হচ্ছে না।
পুলওয়ামার সন্ত্রাসী হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান উত্তেজনায় নিয়ন্ত্রণরেখা এবং এই অঞ্চলের আন্তর্জাতিক সীমান্তের সাধারণ মানুষ আতঙ্কে দিন পাড় করেছেন।
এদিকে, পাকিস্তানের হামলায় স্বাভাবিক জীবনযাত্রা আবারও ব্যহত হয়েছে, বন্ধ রয়েছে স্কুল-কলেজও।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু