ভারত-পাকিস্তানকে কখনও পরমাণু শক্তিধর দেশ মনে করে না চীন
ই-বার্তা ডেস্ক।। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং জানিয়েছে চীন কোনো দিনই ভারতকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনে করেনি। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বৈঠকের বিষয়ে কথা বলতে গিয়ে এসব কথা জানান তিনি।
তাকে প্রশ্ন করা হয়েছিল, উত্তর কোরিয়াকে তারা ভারত এবং পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনে করেন কি না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারত এবং পাকিস্তানকে তারা কোনোদিনই পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনেই করেননি। আর এ ব্যাপারে তাদের অবস্থান কখনও বদলাবে না।
বিশ্বের ৪৮ সদস্যের নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ তথা এনএসজিতে অন্তর্ভুক্তির জন্য ভারত বেশ কয়েকবার আবেদন করলেও চীন তাতে ভেটো দিয়েছে। চীনের মতে, পরমাণু শক্তিধর দেশ হিসেবে নিজেদের তুলে ধরতে হলে আগে ভারতকে নিউক্লিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি)-তে সাক্ষর করতে হবে।
এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপিত ভেনিজুয়েলাবিষয়ক একটি প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। প্রস্তাবে ল্যাটিন আমেরিকার দেশটির চলমান অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানানো হয়েছিল।
প্রস্তাবটির প্রতি স্বাভাবিকভাবেই ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো সমর্থন জানালেও নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্যের বিরোধিতার কারণে তা পাস হতে পারেনি।
বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবটির খসড়ায় ভেনিজুয়েলার জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণসহায়তা নির্বিঘ্নে প্রবেশ করতে দেয়ার আহ্বান জানানো হয়েছিল। নিরাপত্তা পরিষদের বৈঠকে ভেনিজুয়েলার বিরোধী দলের পক্ষ থেকে জ্বালাও-পোড়াওয়ের কিছু ছবি তুলে ধরেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী জর্জ অ্যারিজা।
প্রেসিডেন্ট মাদুরোর প্রতি সমর্থন ঘোষণাকারী রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, গুইদো ও তার সমর্থকদের কাছে অস্ত্র পাঠানো এবং দেশটিতে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্র সৃষ্টি করার জন্য কথিত ত্রাণ বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু