পাক-ভারত উত্তেজনাঃ সুখবর দিলেন কারিনা
ই- বার্তা ডেস্ক ।। সম্প্রতি বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানে নাকি স্পষ্ট বোঝা যাচ্ছে অভিনেত্রীর বেবি বাম্প। আবারও কারিনা কাপুরের মা হওয়ার খবর রটেছে বলি পাড়ায়। কারিনার ছেলে তৈমুর আলি খানের জন্মের পর কেটে গেছে দুই বছর।
বলি সূত্রের খবর, সম্প্রতি কারিনার যে ছবিটি ভাইরাল হয়েছে তা সম্প্রতি তোলা ছবি। আর সেখানে বেবি বাম্পও দেখা যাচ্ছে। তবে এটি নেহাতই শুটিংয়ের খাতিরে তৈরি। অর্থাৎ এ ছবি রিল লাইফের। রিয়েল লাইফে এখনই ফের মা হচ্ছেন না করিনা। এক মাত্র ছেলেকে নিয়েই তার সংসার।
ভারতীয় গণমাধ্যম বলছে, কারিনার পরবর্তী ছবি নাম ‘গুড নিউজ’। মুলত শুটিংয়ে মুম্বাইতে নায়িকা ধরা পড়েছেন ক্যামেরায়। আর সেখানেই দেখা গেছে বেবি বাম্প নিয়ে শুটিং করছেন তিনি। ইতিমধ্যেই এ ছবির কিছু অংশের শুটিং নিউইয়র্কে হয়েছে বলে জানা গিয়েছে।
‘গুড নিউজ’ ছবিটি করণ জোহর প্রযোজনা করেছেন। এতে সারোগেসির গল্প দেখানো হবে। ছবিতে কারিনা ছাড়াও কিয়ারা আডবাণী, অক্ষয় কুমার ও দিলজিৎ দোসাঞ্জ অভিনয় করেছেন।
ই- বার্তা / শাহাদাত ছৈয়াল