কাদেরকে দেখতে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী এখন ঢাকায়
ই-বার্তা ডেস্ক ।। ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (সিআইসিইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বাংলাদেশে এসেছেন।
তিনি ইতোমধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন বিএসএমএমইউ’র উদ্দেশ্যে।
বিএসএমইউ’র হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান নিশ্চিত করে বলেন, দেবী শেঠী বিমানবন্দরে নেমে তার সঙ্গে কথা বলে রওনা হওয়ার কথা জানিয়েছেন।
অন্যদিকে গতকাল (রোববার) ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হলেও রাত থেকে ক্রমান্বয়ে তার উন্নতি হতে থাকে। আজ (সোমবার) দুপুরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তরের কথা রয়েছে।
এর আগে হৃদরোগের সমস্যা নিয়ে রোববার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া