কাগজের কার্টুনে মিলল নবজাতকের লাশ
ই-বার্তা ডেস্ক।। লক্ষ্মীপুরের সোনাপুরে একটি খাল থেকে কাগজের কার্টুনে মোড়ানো এক ফুটফুটে নবজাতকের মরদেহ উদ্ধ্বার করে পুলিশ
পুলিশ জানায়, সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী সোনাপুর সড়কের সোনালী ব্যাংক সংলগ্ন খালে কাগজের কার্টুনে মোড়ানো এক নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় বাঁশ ব্যবসায়ী আবু তাহের মুন্সী জানান, তিনি প্রতিদিনের মতো রোববার রাতে সোনালী ব্যাংক সংলগ্ন খালে ভিজিয়ে রাখা মুলি বাঁশ আনতে গিয়ে একটা কাগজের কার্টুন দেখে শুরুতেই কিছুটা ঘাবড়ে গিয়ে স্থানীয় লোকজনকে ডেকে আনেন। কয়েকজনের উপস্থিতিতে কাগজের কার্টুননি খুলে দেখেন এক নবজাতক ছেলের লাশ।পরে এলাকাবসী স্থানীয় রামগঞ্জ থানায় খবর দেন।
রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া জানান, লাশটি উদ্ধারের পর বেওয়ারিশ হিসাবে রামগঞ্জ মধুপুর মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। তার পরিচয় জানা সম্ভব হয়নি।
ই-বার্তা/ আরমান হোসেন পার্থ