আগামী ৭ মে থেকে মাহে রমজান শুরু

ই-বার্তা ডেস্কঃ আগামী মে মাসের ৭ তারিখ থেকে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পবিত্র মাহে রমজান মাস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান এ তথ্য জানিয়েছেন।

জ্যোতির্বিজ্ঞানীর গবেষণার তথ্যমতে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৫ মে শাবান মাসের শেষ দিন। সে হিসেবে ৬ মে থেকে শুরু হবে পবিত্র রমজান মাসের রোজা।

প্রচলিত রীতি অনুযায়ী মধ্যপ্রাচ্যে রোজা শুরুর পরদিন থেকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মাহে রমজান শুরু হয়। আবার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কয়েক জেলাসহ দেশের বিভিন্ন গ্রামে সৌদির সাথে মিল রেখে একইদিনে রোজা ও ঈদ পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা।  

এদিকে, সংযুক্ত আরব আমিরাতে সংবাদমাধ্যম খালিস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ মে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ২টা ৪৬ মিনিটে জন্ম লাভ করবে পবিত্র রমজান মাসের চাঁদ।

ওই দিন দুপুরের পর রমজান মাসের চাঁদ জন্ম লাভ করলেও সে দিন বিকেলে তা দেখা যাবে না বলে জানিয়েছেন দেশটির আকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান সারজা সেন্টার ফর অ্যাস্ট্রোনিওমি অ্যান্ড স্পিস সাইন্স।

যদিও ইসলাম ধর্মে আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল। চাঁদ দেখার মাধ্যমেই সারা বিশ্বের মুসলিমরা মাসব্যাপী রোজা পালন করেন। আকাশ গবেষক ও জ্যোতির্বিজ্ঞানীরা যাই বলুক না কেন, মুসলিম বিশ্ব চাঁদ দেখেই পালন করবেন পবিত্র রমজান মাসের রোজা। আর এটাই ইসলামের নীতি।

ই-বার্তা// আরাফাত ইসলাম শুভ