আফগানিস্তানে বোমা ও বন্দুক হামলায় ২১ জন নিহত
ই-বার্তা ডেস্ক।। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের একটি বেসরকারি ভবন নির্মাণ কোম্পানির সামনে বোমা ও বন্দুক হামলায় অন্তত ১৬ কর্মী ও পাঁচ হামলাকারীসহ ২১ জন নিহত হয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানির বরাত দিয়ে জানানো হয়েছে, জালালাবাদ শহরে অবস্থিত ওই কোম্পানির দফতরে সামনে দুজন ব্যক্তি আত্মঘাতীর বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলাটির শুরু। পরে কোম্পানির দফতর লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি শুরু করেন।
উল্লেখ্য, হামলায় কোম্পানির ১৬ জন কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিরাপত্তারক্ষী রয়েছেন। হামলাকারীদের পাঁচজন নিহত হয়েছেন। যাদের মধ্যে তিনজন বোমা ও দুইজন বন্দুক হামলা করেন। হামলার ঘটনায় আহত নির্মাণ কোম্পানির আরও চার কর্মীকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
ই-বার্তা/ মাহারুশ হাসান