নিজ বাসভবনে গোয়ালঘর বানালেন সিদ্ধার্থ ভট্টাচার্য
ই-বার্তা ডেস্ক।। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে উঠে এসেছে, আসাম রাজ্যের শিক্ষামন্ত্রী সরকারদলীয় (বিজেপি) বর্ষীয়ান নেতা সিদ্ধার্থ ভট্টাচার্য তার সরকারি বাসভবনে উঠেননি। তবে তিনি না উঠলেও নেই বাসভবনে তিনি গরু পালছেন।
ওই খামারের গরু থেকে প্রতিদিন বিশ থেকে পঁচিশ লিটার দুধ পাওয়া যায়। খামারে যেসব দুধ উৎপাদন করা হয় তা পাঠিয়ে দেয়া হয় শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যের বাড়িতে এবং ব্যবহার করা হয় মন্দিরে পূজার কাজে।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মন্ত্রী তার জন্য নির্ধারিত বাসভবনে না গেলেও সেখানে উন্নত জাতের গরুর জন্য বাসস্থান তৈরি করেছেন। সেখানে রীতিমতো অনেকগুলো গরু রাখা হয়েছে। তবে তিনি সেখানে যাবেন বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
উল্লেখ্য, এর আগে বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবও নিজ বাসভবনে গোয়ালঘর বানিয়েছিলেন।
আসামের শিক্ষামন্ত্রী তার সরকারি বাসভবনে শুধু গোয়ালঘর ও গরুগুলোর দেখাশোনা করার জন্য চারজনকে নিয়োগও দিয়েছেন।
ই-বার্তা/ মাহারুশ হাসান