অনুষ্ঠিত হয়ে গেল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা
ই-বার্তা ডেস্ক।। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ। নতুন চালু হাওয়া এই বিশ্ববিদ্যালয়ে দুটি অনুষদে এবার ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন পড়েছে ১ হাজার ৮২১ শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ জন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান বলেন, ৫ বছর মেয়াদি ভেটেরিনারি এনিম্যাল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ এবং ৪ বছর মেয়াদি কৃষি অনুষদে ৩০ জন করে মোট ৬০ শিক্ষার্থী ভর্তি করা হবে।
তিনি জানান, শনিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা হবে। এরপর সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। আর বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেধা তালিকায় ভর্তি করা হবে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে।
ভর্তি প্রক্রিয়া শেষে ১৭ মার্চ থেকে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ