কুয়েতে শ্রমিক সংকটে ফায়দা লুটছে ভিসা ব্যাবসায়ীরা
ই-বার্তা ডেস্ক।। কুয়েতে যাওয়ার পর ভিসা জটিলতায় কাজ না পেয়ে ঘুরে বেড়ানো শ্রমিকদের পরিস্থিতি দিনের পর দিন খারাপের দিকে গেলেও তাদের ভিসা ব্যবসায়ীরা তাদের খোঁজ রাখেনি।
অনেকেই জড়িয়ে পড়ছেন অপরাধের সঙ্গে। আবার বাধ্য হয়ে অনেকেই দিন চুক্তিতে কাজ করছেন। প্রবাসে কাজ না পেয়ে অনেকেই দেশে ফিরতে পারছেন না ঋনের কারণে।
এক পরিসংখ্যানে বলা হচ্ছে, সে দেশে চার লাখ ১১ হাজার আটশ ৩৮ জন শ্রমিক নির্মাণ সেক্টরে কাজ করেন। তার মধ্যে ১৩ হাজার চারশ ৫৮ জন কুয়েতের নাগরিক এবং তিন লাখ ৯৮ হাজার তিনশ ৮০ জনই প্রবাসী।
কুয়েতে যাওয়ার পর অনেক বেশি বেতনের আশায় দেশে বড় ধরনের ঋণ করে পাড়ি জমিয়েছেন এসব শ্রমিকরা।
ই-বার্তা/ মাহারুশ হাসান