একসঙ্গে তিন নবজাতকের মা হলেন জোৎস্না বেগম
ই-বার্তা ডেস্ক ।। পাঁচ সন্তানের পর কন্যা সন্তানের আশায় সন্তান নিয়ে এবার একসঙ্গে তিন নবজাতকের মা হয়েছেন জোৎস্না বেগম নামের এক গৃহবধূ। গত রবিবার চরফ্যাশনের নজরুল নগর ইউনিয়নের দক্ষিণ চরকলমী গ্রামের মৃধাবাড়িতে একটি পুত্র সন্তান এবং সেন্ট্রাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্ট্রিক সেন্টারে এসে রাত ৮টায় এক পুত্র এবং এক কন্যা সন্তান প্রসব করেন তিনি।
প্রসুতি গৃহবধূ নজরুল নগর ইউপি সদস্য সবুজ মৃধার স্ত্রী। বর্তমানে তিনি এবং নবজাতকরা চরফ্যাশন হাসপাতাল রোডস্থ সেন্ট্রাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা. শাহিন আরা আহমেদ ও ডা. নুর মোহাম্মদ তালুকদারের অধীনে আছেন। তারা সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রসুতি গৃহবধূর স্বামী সবুজ মৃধা জানান, ‘তাদের আরো ৫টি পুত্র সন্তান আছে। কন্যা সন্তানের আশায় আবারো সন্তান নিয়েছেন তারা। সোমবার বিকেলে নিজ বাড়িতে দাইয়ের সহায়তায় একটি পুত্র সন্তান ভুমিষ্ট হয়। পরবর্তীতে প্রসব সমস্যা দেখা দিলে আম্ব্যুলেন্সযোগে সেন্ট্রাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এলে এক কন্যা এবং এক পুত্র সন্তান জন্ম নেয়।’
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া