হুথির হামলার প্রতিবাদে ২২ ইয়ামিনিকে হত্যা সৌদি জোটের
ই-বার্তা ডেস্ক।। সৌদিতে ইরান-সমর্থিত হুথিদের হামলার জবাবে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ২২ ইয়েমেনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। চলতি সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় গ্রামে এ হামলা হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। খরব রয়টার্স।
ইয়েমেনে জাতিসংঘের মানবাধিকার সংস্থা হাসপাতালের বরাত দিয়ে জানান, সোমবার হাজা প্রদেশের কুশার জেলায় হামলায় ১০ নারী, ১২ শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জন রয়েছে যাদের বয়স ১৮ বছরের নিচে।
গত চার বছরে সৌদি জোটের হামলায় দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
বেসামরিক জনগণের ওপর যুক্তরাষ্ট্র সমর্থিত সৌদি জোটের হামলার ঘটনায় সমালোচনা করেছে জাতিসংঘ।
ই-বার্তা/ মাহারুশ হাসান