বিশ্বকাপে সাফল্যের ব্যাপারে আশাবাদী তাসকিন
ই-বার্তা ডেস্ক।। ইঞ্জুরির কারণে জাতীয় দলের নিউজিল্যান্ড সফরে অংশ নিতে পারেননি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। বিশ্বকাপে সাফল্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এই স্পিড স্টার।
মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর একটি অভিজাত হোটেলে সহজ ফুড ডেলিভারি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তাসকিন আহমেদ বলেন, নিউজিল্যান্ড সফরে অংশগ্রহণ করতে পারিনি অসুস্থতার জন্য। এখনও রিহ্যাবিটেশনে আছি। আগে থেকে অনেক সুস্থ বোধ করছি। আমি আগামী বিশ্বকাপ নিয়ে অনেক আশাবাদী ও প্রস্তুতি গ্রহণ করছি। আশা করি এবারের বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পারবো। সর্বোপরি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি।
উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মূল উদ্যোক্তা মালিহা এম কাদের বলেন, আমাদের সঙ্গে প্রায় ১ হাজারের অধিক রেস্টুরেন্ট রয়েছে। কাস্টমাররা অর্ডার করার পর এই যানজটের শহর ঢাকাতে অনেক কম সময়ের মধ্যে খাবার পৌঁছে দেবো আমরা। আমাদের খাবার পরিবহনকারীদের সবসময় প্রশিক্ষণের আওতায় রাখি, যেন সেবার মান উন্নত থাকে।
ই-বার্তা/ মাহারুশ হাসান