উড্ডয়নের সাথে সাথেই ফেটে গেল ইউএস বাংলা বিমানের চাকা
ই-বার্তা ডেস্ক ।। চাকা ফেটে যাওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস বাংলার একটি বিমান জরুরী অবতরণ করেছে।
জানা যায়, কক্সবাজার থেকে আজ বুধবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় ইউএস বাংলার ড্যাশ এইট কিউ ৪০০ মডেলের বিমানটি। উড্ডয়নের সময়ই চাকার একাংশ খুলে পড়ে। পেছনের চাকা ফেটেও যায়। এর পরপরই পাইলট এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।
উড়োজাহাজটি অতবরণের পর ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ওই ফ্লাইটে কতোজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া