খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল
ই- বার্তা ডেস্ক।। আজ বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ দুপুরে মিছিলটি মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ হয়ে মিরপুর ১৩ নম্বরের বিআরটিএর সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন – ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ শতাধিক নেতাকর্মী। নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, অবৈধ সরকার বুঝতে পেরেছেন তারা জনগণের চরম ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। তারপরও জনগণের ঘাড়ের ওপর রূপকথার দৈত্যের মতো জোর করে চেপে বসে আছে। জনগণ এই সরকারকে এক মুহূর্তের জন্য আর ক্ষমতায় দেখতে চায় না। সারা দেশ এই অবৈধ সরকারের পদত্যাগ চায়। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চায়।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম