এ দেশে সন্ত্রাসী-জঙ্গিদের ঠাঁই নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে, ‘এ দেশের হিন্দু, এ দেশের বৌদ্ধ, এ দেশের মুসলমান, এ দেশের খ্রিষ্টান এখানে আমরা সবাই মিলে বাঙালি। এখানে সন্ত্রাসীর জায়গা নেই, জঙ্গির জায়গা নেই।
আজ শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্মেলন উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের। সে স্বপ্ন বাস্তবায়নে যোগ্য নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের। আর আমরা পাকিস্তানের সঙ্গে সে জন্যই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের ব্রতই অসাম্প্রদায়িক দেশ গড়া। তবে স্বাধীনতার কয়েক বছর পরেই অসাম্প্রদায়িক দেশ গড়ার ক্ষেত্রে আমরা একটা ঝাঁকুনিও খেয়েছিলাম। ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যার ডাকে আশ্বস্ত হয়েছিল মানুষ। সারাদেশের মানুষ বুঝতে পেরেছিল বঙ্গবন্ধুর যোগ্য নেতা শেখ হাসিনা। তার ডাকে সবাই আমরা একতাবদ্ধ হয়েছি। তিনি একে একে চারবার প্রধানমন্ত্রী হয়েছেন, ক্ষুদা দারিদ্র্যসহ সব সমস্যা মোকাবিলা করে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটা অবস্থানে নিয়ে গেছেন।’
আসাদুজ্জামান খান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের অহংকার। তিনি যা কমিটমেন্ট করেন তা করে দেখান। তিনি বলে গিয়েছিলেন, দাবি দাওয়া সব পেয়ে যাবেন। পেয়ে গেছেন, বাকিটুকুও পাবেন। আপনাদেরই জায়গা আপনারাই পেয়েছেন। সুন্দরভাবে সারাদেশে এ ঢাকেশ্বরী প্রাণকেন্দ্র থেকে পূজা উৎসব পরিচালনা করতে পারবেন। আমি দেশের অনেক স্থান ঘুরে বেড়িয়েছি, কোথাও এ প্রশ্ন হয় না যে, কে হিন্দু কে মুসলমান। তিনি কে, কি করেন প্রশ্ন হয়। আমরা যে অসাম্প্রদায়িক দেশ গড়ার পথে অনেক দূর এগিয়েছি এটাই তার প্রমাণ, আর আমরা এটাই চাই।’
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম